আরোগ্য —- কোয়েলী ঘোষ
আরোগ্য
কোয়েলী ঘোষ
অন্ধকার দুর্যোগ নেমেছে । দিকভ্রান্ত পৃথিবীর বুক চিরে গেছে বিদ্যুৎ রেখা । কালবোশেখির ঝোড়ো হাওয়া বয়ে গেছে রাতে।
তারপর কুলভাঙা বৃষ্টি ঝরেছে ।
অন্ধকারের আবরণ ভেদ করে জন্ম নিয়েছে পবিত্র অন্য এক ভোর ।
পাখিরা গেয়েছে মুক্তির গান ।
ফুটেছে শুভ্র কুসুম । ওরা তাকিয়ে আছে তোমার দিকে । ভালোবাসার এক আকাশ দাও তাদের ,
দিও শ্রুশুষার বিন্দু বিন্দু জল ।
এ পৃথিবীর আরোগ্য হোক ।