ত্রিশঙ্কু —– দুলাল কাটারী
ত্রিশঙ্কু
দুলাল কাটারী
ডায়েরির পাতায় জমে থাকা প্রেম গুলোর মধ্যে
কোনো একটা যদি
কোনো এক দিন
নীল শাড়ি পড়ে গোলাপ হাতে এগিয়ে এসে
তার অধিকার চেয়ে বসে,
তাহলে তাকে শূন্য হাতে বাড়ি ফিরে যেতে দেবো না কোনোদিন…
শাড়িটা লাল নীল বা সবুজ যা’ই হোক না কেন,
শরীরটা যদি তোমার হয়,
তাহলে তা পরিপূর্নতা তো পাবেই!
চোখের গভীরে ঢুকতে ঢুকতে একদিন যদি
সর্বোচ্চ পরিনতিতে পৌঁছাতে পারি;
তখন তুমি আমার বুকের কাছে ঘেঁষে এসে বলবে না,
‘আমার স্বামী এসে যাবে।’