কাছেপিঠে —- জয়া রায়

কাছেপিঠে

জয়া রায়

কলকাতার কোলাহল থেকে কিছুটা দূরে শান্ত পরিবেশে সময় কাটাতে ছুটির দিন ঘুরে আসতেই পারেন ইকোপার্ক এর একান্তে কটেজে।যদি একটি রাত্রি থাকেন, লাভ একটাই “ঘুমিয়ে থাকা কলিকাতা ” উপভোগ করার সৌভাগ্য থেকে বঞ্চিত না হওয়া। আমি আর আমার বন্ধু Lt Col Munmun Baroi আজ সকালে এসে পৌঁছালাম এই নির্জনে।

দেখেই মন ভরে উঠেছে।চারিদিকে নিস্তব্ধতা, জলের উপর কটেজগুলির আলোকিত প্রতিচ্ছবি,মাঝে মধ‍্যে মাছগুলোর ঝাপটা ঝাপটি, আকাশে ওড়া প্লেনের আলোর প্রতিবিম্ব টলটল জলের উপর,সব মিলেমিশে এক অপূর্ব অনুভূতি।

যদি কটেজ এ থাকতে চান, তাহলে আগে থেকে বুকিং করে আসতে হবে।তবে এখানে দিনে বা রাতে এসে ভাসমান রেস্টুরেন্টে খাবার খেতে পারেন।থাকলে একজনের একদিনের খরচ সব মিলিয়ে 5000 টাকার মতো,বেশি হতে পারে।তবে সবটাই নির্ভর করছে কি কি খাবেন তার উপর।আমরা আজ সারাদিনে খেলাম আমপোড়া সরবত,ভেটকি ফিশ ফ্রাই,ভাত,শুক্তো,পোস্তর বড়া,ঝিরি ঝিরি আলুভাজা,স‍্যালাড,ইলিশ মাছের ঝোল,বিকালে চিকেন পাকোড়া সাথে চা।তারপর কোল্ড ড্রিংকস এবং রাত্রে চাউমিন,ফ্রায়েড রাইস আর চিলি চিকেন।

সব মিলিয়ে দারুণ কাটালাম আজ।অনেক রাত হয়েছে,এবার ঘুমোতে হবে।কাল এখান থেকে সরাসরি দৈনন্দিন জীবনের গতানুগতিক অধ‍্যায়।শুভরাত বন্ধুরা,ভালো থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *