গম সম্পর্কীয় ©Sonali Mandal Aich

গম সম্পর্কীয়

©Sonali Mandal Aich

22.08.2021

রোষ ও ক্রোধে ডাস্টবিনের
গন্ধ ভরপুর।
ভুরু কুঁচকে বলিরেখা আঁকে
দ্বন্দ্ব চাপা সুর।
দেবদাস শরৎবাবুর একটা নেশাগ্রস্ত চরিত্র।
এমন ভাবলে হালকা লাগে মনোবল বাড়ে-
লক্ষ্য কর দুঃখও কাঁদতে ভুলে যায়।

এলিয়ে পড়া রাত বেলেছিল সুকুমার চাঁদ।
ক্ষিধে বাড়ায় খুব ক্ষিধে জড়ায় নিঃস্ববাদ।
ঝলসে যায় বেবাক সুতোর বাঁধন।
ডাকে ঐতিহাসিক রুটি চাঁদ ও হাভাতে গল্প।

(কলকাতা)
©Sonali Mandal Aich

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *