বাংলা চলচ্চিত্র এবং সত্যজিৎ রায় কলমে:- মোহনা মজুমদার
বাংলা চলচ্চিত্র এবং সত্যজিৎ রায়
কলমে:- মোহনা মজুমদার
বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ ব্যাক্তিত্য তথা চিত্রপরিচালক ,অপু-দূর্গার নির্মাতা সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী ।এরপর তিনি অপুর সংসার ,গুপি গাইন বাঘা বাইন ,সোনার কেল্লা,জয় বাবা ফেলুনাথ,হীরক রাজার দেশে সহ আরো বহু বিখ্যাত ছবি দিয়ে বাংলা চলচ্চিত্র জগত কে সমৃদ্ধ করেছে । “সত্যজিৎ রায়” বাংলা চলচ্চিত্র জগতে একটা মাইলস্টোন বলা চলে।
যদিও বাংলা চলচ্চিত্রের সংজ্ঞাটা আজ অনেক টাই বদলেছে। এখন আর কোনো “অপু-দূর্গা” কে মাঠে হাত ধরে খেলতে দেখা যায় না ,না বাস্তবে না চলচ্চিত্রে।এখন আর কোনো “বাঘা” এসে অটোর লাইনে দাঁড়ায় না।মানুষের হাতে সময় নেই, চিন্তা ভাবনা মননের।এখন পাবলিসিটির জন্য প্রথম ও প্রধান মাধ্যম সোস্যাল মিডিয়া।খুব সহজেই মানুষ পারছে নিজের ট্যালেন্ট ,শিল্প সত্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে।কিন্তু সেই সময় কি ছিল? শুধুমাত্র প্রেক্ষাগৃহ।অথচ লক্ষ্য করলে দেখা যাবে বতর্মানে সাফল্য মন্ডিত সিনেমার তুলনায়, আজ থেকে পন্চাশ-একশ বছর আগের ছবি অনেক গুনে জনপ্রিয় ও পুরষ্কার প্রাপ্ত । ধীরে ধীরে সত্যজিৎ রায়ের সিনেমা দেখার দর্শক কমছে।,তারা ক্লাসিক ছবির তুলনায় অনেক বেশি আকৃষ্ট বানিজ্যিক ছবির বিনোদনে। তবু তিনি বাংলা চলচ্চিত্র জগতের মহারাজা,”মহারাজা তোমারে সেলাম”।
খুব খুব লেখা ছোট্টর মধ্যে।এভাবেইএগিয়ে চলুক দুর্বার গতিতে আপনার কলমতরী।