“স্বাধীনতা দিবসের প্রাক্কালে” কলমে সোনালী মুখোপাধ্যায়
“স্বাধীনতা দিবসের প্রাক্কালে”
কলমে সোনালী মুখোপাধ্যায়
কত তরুণ বুকের রক্ত ঝরানো
স্বাধীনতার ইতিকথা..
ভরা ইতিহাস পাতা ।
কত তাজা প্রাণ দিয়েছিলে দান
তবে এনেছিলে স্বাধীনতা …
আজও সে কথা পড়লে মনে
হৃদয়ে লাগে বড় ব্যথা ।
তোমরা কিছুই পেলে না তো হায়
শুধুই দিয়ে যে গেলে ..
একদিন হবে স্বাধীন এ দেশ
সেই স্বপ্ন দেখেছিলে ..।
তোমাদের দেখা স্বপ্নের সেই
ভারতে আমরা আছি…
স্বাধীনতা আমাদের গর্ব যে আজ
সেই গরবেই বাঁচি।
তবু তোমাদের ভুলিনি তো আজো
এখনো স্মরণ করি ..
স্বাধীনতা এই দিন(15 আগস্ট)
এসেছিল যে.. তোমাদের ই হাত ধরি।।
জয় হিন্দ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 জয় হিন্দ