স্বাদহীন স্বাধীনতা © শ্বেতা ব্যানার্জী

স্বাদহীন স্বাধীনতা

© শ্বেতা ব্যানার্জী

এখনও —
অন্ধকারে আঁতকে উঠি
কে যেন শরীর টানে–
ঘুমের ঘর ভরে’ উঠে আজও
উল্লাস ও নগ্ননৃত্যর ঘ্রাণে।

তখন —
বুকে ভিতরে বারুদ ভরে
করেছি সুখি তোদের,
দেশমাতৃকা’কে অঞ্জলি দিয়েছি
এ শরীরী স্বাদের।

অবৈধ–
সংগমে মেতেছিলিস তোরা,
শুষেছিলিস এ শরীর।
অবক্ষয়ের সোঁদা গন্ধের মতো
তোদের করেছি স্থবির।

এখন —-
কেটে গেছে কয়েকটা যুগ
বয়ে গেছে কত রাত,
কাটেনি সেই দুঃস্বপ্নের দিন
আসেনি সুপ্রভাত।

আজও —
সারা শরীর জুড়ে হায়নার কামড়
মাটিতে জন্ম যন্ত্রণার দাগ।
কিছুটা শরীর শকুনের ঠোঁটে
কুকুরও তা’তে চায় ভাগ।

তবুও—
স্বাধীনতা তোমায় জন্ম দিয়েছি
ভ্রুণ এ শরীরে বয়েছি.…।
আমার রক্তমাখা কাপড়ের টুকরো
দিয়ে, জয় পতাকা এনেছি

আজ —-
কারা যেন উলুধ্বনি করে!
কারা যেন বাজায় শাঁখ!
প্রবল শীতেও আমার শরীর
তপ্ত বৈশাখ মাস।

এক —
মিনিটের নীরবতা দিয়ে
ঢেকে দিতে চাও সব স্মৃতি।
আমাদের কথা ইতিহাসে নেই
ইতিহাস আমাদের কাছে ইতি।

এখনও —
বিশ্বাসঘাতকের বিষ নিঃশ্বাসে
পরাজিত স্বাধীনতা।
পূর্ণিমার চাঁদ একলা কাঁদে
কোথায় জ্যোৎস্না নিমগ্নতা!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *