প্রেম চিরন্তন কলমে: শুভা গাঙ্গুল
একটা ছোটো গল্প দিলাম
প্রেম চিরন্তন
কলমে: শুভা গাঙ্গুল
বিহারের এক শহরের গুড্ডুর পরিবার, ওর বাবার তেলকল আছে, তিনি মোটামুটি সংসার চালিয়ে নিতেন, কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো,তাঁর পরিবারে নেমে এলো এক বিপর্যয়, তাঁর একমাত্র পুত্রের এমন এক অজানা অসুখ করলো , ১২ বছরের পর তার বাডবৃদ্ধি বন্ধ হয়ে গেলো , তাই বুদ্ধি বিবেচনা সব ঠিকঠাক থাকলেও হাত পা দেহ বিকলাঙ্গ দের মতোই
হয়ে গেলো,
ঈশ্বরের কাছে সন্তানকে সঁপে দিয়ে কান্নাকাটি করতেন গুড্ডুর মা সরলা দেবী।
সেই গ্রামে এসেছিলো ভারত সার্কাস আর সেই মালিকের ভীষণ পছন্দ হলো গুড্ডুকে,
বুদ্ধিমান ,সুন্দর মুখশ্রী কথাবার্তায় চৌকশ ছেলেটিকে আমাদের দিন , আমরা তিন মাসের ছুটি
দিই, বর্ষা কালে , প্রচণ্ড গরমে তো কাজ হয় না , সেসময় আপনাদের কাছে থাকবে ও।
হ্যাঁ একজন ক্লাউন কিন্তু বোকা বোকা নয়,
কোনো অসুবিধে হবে না, দেশ বিদেশ বেড়াতে পারবে।
মা সবরকম বাধা দিলেও গুড্ডু নিজেই রাজী হয়ে চলে গেলো ।
তারপরের ঘটনা কিছু অদ্ভূত
সার্কাসের দাম খুব বেডে গেলো, এন্টারেনমেন্টের জগতে সবার মুখে মুখে ভারত সার্কাসের নাম, ম্যানেজার টিকিটের দাম খুব বাডিয়ে দিলে, রমরমা দেখে কে!
আর তখনই সুন্দরী রেশমীর নজরে এলো গুড্ডু,সাবলীল ব্যবহার , মার্জিত কথাবার্তায় তার সাথে বন্ধু হলো রেশমী একজন দক্ষ ট্রাপিজ শিল্পী।
রেশমী শর্মা একজন আর্টিস্ট, কারণ তার পরিবার আর্টিস্ট, বাবা , মা সবাই একই প্রফেসনে যুক্ত, সুতরাং মেয়েও থাকবে , আশ্চর্য কি, রেশমী একমাত্র মেয়ে হলেও তার একটা ভাই ও আছে, সে পডাশোনা করে এখন ম্যানেজার , একই। কোম্পানিতে,
রেশমী তাহলে কি লেখাপডা শিখবে না , মেয়ে বলে, না তা ঠিক নয়, এটা তার শখ, এই কাজ করে সে আনন্দ পায়,
Job satisfaction বলে একটা কথা আছে না?
তারপর ডেসটিনি কি ভেবেছিলো কে জানে,
কোথা থেকে কিউপিডের তীর এসে যে পড়লো,
রেশমীর পরিবার স্নেহ করতো গুড্ডুকে ,পরিশ্রমী সভ্য ভদ্র পরিবারের ছেলে কে স্নেহ নিশ্চয় করা যায় কিন্তু জামাই করা যায় না।
রেশমীর জেদের কাছে হার মানলেননা তারা।
তখন এক চাঁদনী রাতে হোটেলের ছাদে বসে একজন বিকলাঙ্গদেহ অথচ সুস্থ মস্তিষ্কের সুন্দর সাস্থ্যবান ছেলে শোনালো সেই যুগান্তকারী গল্প
ভিক্টর হিউগোর গল্প
হান্চব্যাক অফ নোত্রদাম
চার্চের বেল রিঙ্গার বিকলাঙ্গকোয়াসিমোদো ভালবেসেছ্লো বেদের মেয়ে সুন্দরী এসমেরেল্দাকে,খুন হতে হয়েছিলো দুজনকেই।
ভাগ্য সুপ্রসন্ন ছিলো না তাদের, তুমি বিয়ে করো পিতমাতার আশীর্বাদ নিয়ে,
গল্প এখানেই শেষ নয়
ভারত সার্কাসের বর্তমান মালিক গুড্ডু ওরফে সতীশ দাস তার efficiency প্রমাণ করেছে , সবাই খুশি, তাই ৪৫ বছরের গুড্ডু আর ৪২ বছরের রেশমী সর্বসম্মতিক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে।