নীলচাষ —– শিখা গুহ রায়

নীলচাষ
শিখা গুহ রায়

উত্তপ্ত শহর ঘামছে শরীর
একটু শান্তির ছোঁয়ায় গাছের নিচে
বসে শুয়ে দিন রাত…..
তবুও শান্তি নেই,অশান্ত মনে।

এ-এক অদ্ভুত দৃশ্য
অদৃশ্য ছায়া সরাতেই
উঠে এলো যেন্ত কঙ্কাল
মৃত্যু হলো উদীয়মান শিশুসূর্য।

এই লজ্জা থেকে
মুখ লুকানোর কাপড়ও
ময়লায় জরাজীর্ণ
নিশ্বাসেও ঢুকে পড়ছে
কালো-কালো বরফের চাঁই।

কী হবে আর মানচিত্র এঁকে
খাতা-কলমে
ডিগ্রী যতই থাক
প্রথমেই শিখে নিতে হবে নীলচাষ।

সেই পলাশীর পর থেকে
আজ অবধি ফলেনি
সোনালি রোদে
সবুজ শস্য-সুফলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *