আমার ভারত সোনার ভারত —— দুলাল কাটারী
আমার ভারত সোনার ভারত
দুলাল কাটারী
হে ভারত, ভারতী মা আমার!
তুমি তো আমার প্রিয়ার মতোই সুন্দরী
আর মায়ের মতোই স্নেহময়ী।
তোমার সোনার মাটিতে আমায় মিশিয়ে নিয়ো
এটাই শেষ ইচ্ছে আমার;
বীর আত্মার, মহাত্মার রক্তে মাখা যে মাটি
সোনার থেকেও খাঁটি।
দিবারাত্র কৃষক-শ্রমিক হাসিমুখে খেটে
মায়ের বক্ষে ফলিয়ে ফসল জঠর জ্বালা মেটে।
বহুবার যদি বহুপথ ঘুরে আসি এই ধরাধামে
বারেবারে যেন অনুভবে পাই
এতো সুরেলা বাঁশি,বধুর মুখের মিস্টি হাসি;
এক বুক নিঃস্বার্থ বায়ু,স্নেহপূর্ণ মাতৃ-জরায়ু।
হৃদয়ের মাঝে তুমি হে জননী কতোই না মহীয়সী।