সম্পাদকীয় কলমে… গীতশ্রী সিনহা।
সম্পাদকীয়
সাহিত্যের স্বাদ এখন আর খুঁজে পাই কোথায় ! মাটির নির্যাস-ভরা আবেগ কই ? শিশুকাল থেকে যাঁদের লেখা পড়ে আমরা বড় হয়েছি, তেমন লেখক আর পাই কোথায় ! সাহিত্যের গৌরব হারিয়েছে যে শুধু তাই নয়, তার মানও নিম্নমুখী। কিছুক্ষণ পড়ার পর চিন্তার খেই হারিয়ে যায় এবং অচিরেই শরীর ও মন বিশ্রাম নিতে চায়। শুধু ভাষার চাতুর্য দিয়ে লেখার গঠন হয় না। তাই কি পাঠকের অভাব ! কতিপয় লেখকের বদ্ধমূল ধারণা আছে যে,বিষয়বস্তু এবং উপস্থাপনা যত জটিল হবে, পাঠকের মনে এতটাই প্রভাব বিস্তার করা সম্ভব হবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। দশ বছর আগেও পুজো সংখ্যার বই এর দিকে অপলকভাবে তাকিয়ে থাকতাম আমরা সকলে, খোরাক পেতাম মনের। এখনও সঞ্চয় আছে আমাদের বাড়ির সংগ্রহশালায়।
আমাদের ফেসবুক একটি সাহিত্যের বাগান, অনেক গুণীজনের লেখার সমাবেশ। তাও যেন মনে হয় আরও চাই… পরিপূর্ণ পরিপাটি তৃপ্তি চাই।
দিনাজপুর ডেইলি বিনোদন বিভাগীয় পুজোসংখ্যায় বিভিন্নধরনের বৈচিত্রের লেখা পাওয়ার আবেদন রাখলাম। যথাযথ সাহিত্যের মিলন কেন্দ্রটি ইতিহাস বাহক, চিহ্নিতকারক হয়ে ওঠে যেন।
শুভেচ্ছা শুভকামনা রইল অপার।
সম্পাদকীয় কলমে… গীতশ্রী সিনহা।