প্রেমে এবং অপ্রেমে ===== টিস্যু মুখার্জী
প্রেমে এবং অপ্রেমে
=============
টিস্যু মুখার্জী
—————–
প্রেমটা এখন আর ঠিক হয়ে ওঠে না…..!
অপেক্ষারা বিলি কেটে যায় তোমার অমনিশা চুলে
ক্লান্ত শরীরে স্বপ্নরা বাসা বোনে সমুদ্র উপকূলে
শিরায় শিরায় প্রবাহিত হয় ট্র্যাডিশনাল রাজনীতির
চেনা, অচেনা ফতোয়া
তোমার দু চোখের লেন্সে আমি ভেসে উঠতে দেখি–
এথেনিক খবরের নতুন কাব্যিক শিরোনাম!
মুহূর্তে ফিরে যাই আমি মধ্যযুগীয় বর্বরতায়
কোনো এক রামরাজ্যের সন্ধানে
প্রেমটা আমার আর হয়ে ওঠে না……!
(২)
তুমি কাছে আসলেই তারাগুলো জ্বলে ওঠে দ্বিগুণ বিমূর্ততায়,
তারপর শুরু হয় ধর্মীয় কোলাহলে ভরা এক, একটা তারার
খসে পড়ার গল্প….
অশরীরী ভাবনারা নতুন অধ্যায় খোঁজে মানুষকে ভালোবেসে,
কিন্তু কোথায় সেই মানুষ??
তুমি একটা একটা করে বিভেদ দেখাও নারী এবং পুরুষ,
আমি নিমগ্নতায় খুঁজে চলি মানুষ এবং মানুষ।
প্রেমটা আমার আর হয়ে ওঠে না……
(৩)
বনলতা সেন, নীরাদের দেখতে পাই
রক্তাক্ত মিছিলের স্লোগান দিতে,
রজনীগন্ধার বাসর জোৎস্না মাখলেই উন্মুক্ত শশ্মান …..
তুমি শপিংমলের পারফিউমে জীবন খোঁজো,
আমি ভাতের গন্ধে মৃত্যুর মিছিলের সাওয়ারী…..
শূন্য ঘড়ায় প্রেমটা তাই আর পূর্ণ হয়ে ওঠে না….
প্রেমটা এখন আর হয়ে ওঠে না…!!