মহেঞ্জোদারোরর মেয়েটি —- ঝুমা মজুমদার চৌধুরী
মহেঞ্জোদারোরর মেয়েটি
ঝুমা মজুমদার চৌধুরী
যে আলোয় গোধূলি রঙ ধরে তার বুকে রাতের ক্ষত, কাছের সুরে দূরের গান যত
অপেক্ষারা নকশী আঁকা কথা
মহেঞ্জোদারো মেয়েটির কাদম্বরী রাত চেনা
তবুও মধ্যযামে মিশ্র মালহারে মেঘের খোঁজ করে l
জলভরা পূর্ণ মেঘ বলে চেয়েছিলাম
ঋতুপর্ণ ছায়া, তুমি সব ঋতুর দায় না নিয়ে
শুধু শ্রাবণ কে ভালোবেসে
চোখে চোখ রেখে বললে মধুবন্তী ঝর্ণা..
আচ্ছা বলো তো, এক শ্রাবণেই কি শেষ হয়
মেঘের সাথে পথ চলা !
মহেঞ্জোদারোর মেয়েটি
ঝুমা মজুমদার চৌধুরী
রাজর্ষি সূর্য জানে, মৃত সময়ের বুকে
ডুবে আছে পুরোনো দ্বাদশ মন্দির
মিথুন বেলার রূপকথা ঢেউ
অশ্বত্থ তলায় বিনম্র নদীর তীর
তারপর পর্ণমোচী কান্না বিষণ্ন নিরালা
মাছরাঙা সুখ নিয়ে বেপাত্তা
পাল ছেঁড়া ধূসর সময়ের নাবিক
মহেঞ্জোদারো মেয়েটির বেহিসেবী
কিছু ভুল ছিলো ঠিক !
সময়ের দীর্ঘশ্বাস গিলে আন্তরিক্ষে
জ্বলছে হোমের সমিধ l