“ইচ্ছা”
“ইচ্ছা”
শেষ প্রহরে এসে ভাবি আলো ছুঁয়ে যাক
আমার মন নির্ঘুম স্বপ্নে,
যাবার আগে একবার দেখি তাকে প্রানভরে।
হয়তো আমিও বিলীন হবো ওই আঁধারে,
সেখানে তো আমার শেষ ইচ্ছাও হারিয়ে যাবে।
তাই ভাবি……
ব্যাকুলতার শেষে একবার কাননে ফুটুক ফুল,
বেহাগের সুরে নাচুক আমার মন বর্ষার ঝুমে!
আমি তোমার দুহাত একবার ধরি
স্পর্শহীন বিবাগী সোহাগে।
মিটমিট তারায় ঝরে পড়ুক তোমার দৃষ্টির
সেই না বলা অনেক কথা।
যাবার আগে একবার বুঝে যাই,
কি ছিল তোমার সেই আবেগী ব্যথা।