একদিন আসুক আর না-ই আসুক ——– কলমে:- নদী রায়।
একদিন আসুক আর না-ই আসুক
——————————————————-
কলমে:- নদী রায়।
——————————–
বিগত সন্তাপগুলি আঁকড়ে ধরে
আমরা হেঁটে যাই, একটা দুঃখ
থেকে আর একটা দুঃখের দিকে।
ইতস্তত ভেসে বেড়ায় অঙ্গীকার…
বিষাদের কোনো অঙ্গীকার নেই।
নেই আবাহন।তবু বিসর্জনে অনীহা!
এভাবেই সমস্ত পথ পেরিয়ে যাওয়া
একদিনের আশায়….
একদিন আসুক আর না-ই আসুক
বিষাদ সরণি বেয়ে হেঁটে যাবো
একসাথে,আঙুলে জড়িয়ে যাবে
আঙুল….আসলে এরই নাম
ভালোবাসা।