সপ্নিল চন্দ্রিমা কলমে: সংহিতা ভট্টাচার্য
সপ্নিল চন্দ্রিমা
কলমে: সংহিতা ভট্টাচার্য
“””””””””””””””””””””””””””””””””””””
ইচ্ছেগুলোকে আজকাল ফুলদানিতে সাজিয়ে রাখি।
নীল কার্পেট পাতা বসার ঘরে…
টিভি সেটের ঠিক পাশে..
শোকেসের প্রথম তাকে।
ক্লান্ত বিকেলে
চায়ের কাপ হাতে ওদের দেখি রোজ।
সেকেন্ড মিনিট ঘন্টা কেটে যায়
কে রাখে খোঁজ!!
সেদিন শুক্লা দ্বাদশীর সন্ধ্যায়…
আমার উঠোন পারিজাতের মোহময়ী সুবাসে একাকার…
হিমেল হাওয়ার পরশে
শীতল চাঁদ উঁকি দেয় আকাশে…
এক স্বপ্নিল আবেশে।
অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি….
ইচ্ছেগুলো ফুলদানি ছেড়ে
স্নিগ্ধ চাঁদের আলো মেখে
ভাসছে সারা আকাশজুড়ে।