ভালো থাকার পাসওয়ার্ড —– স্বপ্না সাহা
ভালো থাকার পাসওয়ার্ড
স্বপ্না সাহা
এইমাত্র আমি জানলাম
ভালো থাকার পাসওয়ার্ড।
কেউ যদি তোমাকে আঘাত করে
মনকে শক্ত করে আঘাতগুলো
ভাসিয়ে দাও মেঘের ঠিকানায়।
তোমার ভালোবাসা তোমায় ছেড়ে
চলে যায় যদি অন্য কারো কাছে,
তুমি অবুঝ মনকে বুঝিও
সে তোমার কোনদিনও ছিল না।
তাই ফেলে আসা পুরোনো কথা ভুলে
মনকে উড়িয়ে দাও ঝড়ের কাছে।
তোমার চোখে ঘুম নেই,
আঁধারের নীচে জেগে বসে আছ,
একরাশ জোনাকি পোকাকে
নিয়ে এসে আলো জ্বালাও,
দেখবে তুমি ভালো আছ।
তোমার মনের মধ্যে ঈর্ষা, হিংসা,
রেষারেষি একটু একটু করে
জন্ম নিচ্ছে গোবুরে পোকার মতো,
তুমি সেগুলো টান মেরে ফেলে
দাও আবর্জনার স্তুপে।
মনকে আকাশের কাছে বিলিয়ে দাও,
দেখবে মনে এক অনাবিল
শান্তি বিরাজ করছে।
পাওয়া না পাওয়ার হিসাব
করতে বসলে দেখবে তোমার
জীবনের সুন্দর মুহূর্তগুলো
হিসেবের খাতায় বন্দী
হয়ে ছটফট করছে।
তাই সব হিসেব সিন্দুকের ভেতর রেখে
আজকের মুহূর্তটি উপভোগ কর।
আজকের জন্য বাঁচো।
আর এটাই হয়তো আমাদের
ভালো থাকার পাসওয়ার্ড।।