Absent Minded (আনমনা) © মিতা বিশ্বাস বসু

Absent Minded (আনমনা)

© মিতা বিশ্বাস বসু

—————————————

খেতে খেতে আজও বেশ বেলা হলো, হজমের নামে কিছুক্ষণ এদিক ওদিক করে, আবার বিছানার ডাক-
উপেক্ষা করতে পারলাম না তাকে, একটু বেশী পরিশ্রম তো হয়েই যাচ্ছে —

তবে এবারে একা নয়, সাথে খাতা-বই-কলম নিয়ে বিছানায় বালিশের ওপর উপুড় হলাম।
ওমা, গঙ্গাফড়িং উড়তে দেখছি আমি- আমার চারতলার জানলা দিয়ে!
ওরা বৃষ্টি-কে ডেকে আনছে আস্তে আস্তে। যদিও আবহাওয়া অফিসের খবর অনুযায়ী- বৃষ্টি হবে বেশ ভালো রকম।
ওরা তা জানে না, তাই কতো রঙ্গতামাশা করে বৃষ্টি-কে ডাকছে- মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজ কে উপেক্ষা করেই।

কাকেরা তাদের ভারী ডানা পুরোপুরি মেলে শ্লথগতি-তে এঁকেবেঁকে উড়ে চলেছে, এখন যে বাড়ীর বাইরেটা ওদেরই সামলে রাখতে হবে, তা’ আমি ওর ভারিক্কি চালেই সেটা বুঝতে পারছি।

কর্কশ গলায় একঝাঁক টিয়া ডেকে চলেছে একনাগাড়ে। চড়ুইরা কিন্তু অনেক শান্ত, চুপচাপ মিটমিট চোখে পিটপিটিয়ে এদিক ওদিক দেখছে ঘাড় ঘুরিয়ে, পাশের বাড়ীর ঘুলঘুলি-তে বসে।

বাড়ীগুলো সার সার শান্ত হয়ে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, কখন বৃষ্টি এসে ধুয়ে দেবে ওদের মাথা থেকে পা অবধি!

© মিতা বিশ্বাস বসু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *