” তুমি আসবে বলে ” কলমে – বিবেক মিত্র
” তুমি আসবে বলে “
কলমে – বিবেক মিত্র
রাত্রে তুমি আসবে বলে
একটি দিনকে আমি
কথা না বলে বিদায় দিয়েছিলাম।
রাত্রে তুমি আসবে জেনে
গোধূলিকে ক্ষুদ্র সাম্ভাষণে
বিদায় দিয়ে সন্ধ্যাকে ডেকেছিলাম।
সায়াহ্নে তুমি আসবে জেনে
আমি নিদ্রাকে রাত্রির অন্ধকারে
লুকিয়ে রেখেছিলাম।
স্বপ্নকে অবহেলায় দূরে পাঠিয়েছিলাম।
তারপর…….
প্রতীক্ষার শেষে প্রভাতের আলো
ব্যাঙ্গ করে আমায় সুপ্রভাত বলে গেল।
ভোরের শুভ্রতায়
রাতের সমস্ত তারা নিভে গেল,
তোমার অপেক্ষায় কত রাত
এভাবেই আমার কেটে গেল ।।
তবুও…..
আমি গান গাই, অবান্তর কথায়
কবিতা লিখি।
কখনো স্বরলিপি হারিয়ে ফেলি,
অসমাপ্ত কবিতার ভাষা খুঁজে চলি।
আমি এখন …….
অতীতের সাক্ষী, বর্তমানের বিভ্রান্তি,
আগামী দিনের মিথ্যা স্বপ্নের অশান্তি।