জীবনের প্রহসন(পুতুলের বিয়ে) আত্মোপলব্ধি (মনের কথা)বাবিয়া।

জীবনের প্রহসন(পুতুলের বিয়ে)

আত্মোপলব্ধি (মনের কথা)বাবিয়া।

একটি মেয়ে আর পাঁচটা মেয়ের মতোন একা একাই পুতুল খেলতো।তখন সব্বাইকে দেখে তারও খুব ইচ্ছে হোতো পুতুলের বিয়ে দেওয়ার।অথচ,তার কোনো বাল্যসখী না থাকায় তার সেই ইচ্ছে অপূর্নই থেকে গেছিলো।তখন বোধ করি,ঈশ্বর অন্তরালে দাঁড়িয়ে ইসৎ হেসেছিলেন।কাল অতিক্রম হলে মেয়েটিও বিয়ের পিড়িতে সাজানো গোছানো ঠিক মেয়ে পুতুল টির ন্যায়ই বসেছিলো।বাল্যকালে তার সেই শখ পূরণ হয় নি তো কি হয়েছে?ঈশ্বর কড়ায় গন্ডায় সমস্ত হিসেব মিলিয়ে দেন।আজও তার অন্যথা হল না।সেই মেয়েটির নিজের বিয়েটাই এক পুতুলের বিয়ে তে পরিণত হল।বউ পুতুল টা তো ছিলো।কিন্ত কতো পুতুলই তো হারিয়ে যায়,ঠিক তেমনই তার সেই বর পুতুল টাও হারিয়ে গেল। খুব স্বল্প সময়েই তারা একে অপরের সাথে পুতুল খেলা মানে মিছিমিছি সংসার পাতার পরিকল্পনা করেছিলো।কিন্তু ওই যে,পুতুলের সংসার তো।ভাঙ্গতেই পারে।মেয়ে পুতুল টির চোখে আজও অনেক স্বপ্ন সাজে।অথচ আজকাল তার স্বপ্ন গুলোতে ওই বর পুতুল টা উঁকিঝুঁকি আর মারে না।তাঁর স্বপ্নগুলো শুধু মাত্র তার মা আর পরিবারকে ঘিরেই আবর্তিত হয়।কারণ সে জানে,যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হারিয়েছে,তাঁকে নতুন করে খুঁজে আর কোনো লাভ নেই।তাই বর্তমানে সেই বৌ পুতুল টির থুরি,সেই মেয়ে পুতুলটির স্বপ্ন গুলো রং তুলির টানে বড়ই রঙ্গীন।সে নিজের মনের রাণী।তার কোনো রাজার প্রয়োজন নেই।কল্পনার ভাবরাজ্যে তার ভাবনাগুলো নিজেকে কেন্দ্র করেই আজও বিরাজমান।কে বলে মনের মতোন সঙ্গী না থাকলে স্বপ্ন দেখাই যায় না?আসলে কি জানেন,ঈশ্বর সেই পুতুল টা কে কোনো কাঁচের পুতুল করে বানান নি।নিখাদ মাটি কে একটু একটু পুড়িয়ে পোড়ামাটির ছাঁচে নির্মাণ করেছিলেন।ছোটোবেলা থেকেই তার জীবনে তো খুব একটা কম ঝড়-ঝাপটা আসে নি।তাই সে অভ্যস্ত।অল্পতে ভেঙ্গে পড়ে নি।আর লড়াইয়ের ময়দান থেকে সরেও যায় নি।সে জানে এখনও অনেক পথ চলা বাকি।আর সে চলবেও একা।সে জানে,তাঁর লড়াইটা নিতান্তই তার একলার।তাই ভেঙ্গে পড়লে চলবে কেন?আর আজ সে নিজেকে এমন ভাবেই তৈরী করে নিয়েছে, যাতে আর কোনো খারাপ লোভী পুতুল এসে আর তার জীবন টা কে এলোমেলো করে দিতে না পারে।সে জীবনের অঙ্ক টা মেলাতে না পারলেও জীবন টা কে নিজের মতোন করে গুছিয়ে নিয়েছে।সে নিজের সুখেই নিজেকে পরিণত করেছে।সে চায় না আবারও অন্য কেউ এসে তাঁর জীবন টা কে একটা প্রহসন করে তুলুক।সে মানতে নারাজ,যে একলা টি পথ চলা যায় না।
আত্মোপলব্ধি (মনের কথা)বাবিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *