#হারানো প্রেম #কলমে – অর্নব পাল
#হারানো প্রেম
#কলমে – অর্নব পাল
নন্দিনী, মনে পড়ে সেই পিয়ালির পাড়! পড়ন্ত বিকেল বেলায় তোকে বলা সব কথা রেখেছি আমি। যখন গাছের ছায়া ঢেকে রেখেছিল নদীর এপার ওপার, তোর হাত ধরে বলেছিলাম একটু সময় দে আমি ঠিক সফল হবো। আজ আমার সব আছে তুই ছাড়া। তাই সবই যে ছন্নছাড়া। মনে পড়ে সেই মাতলার ধারে কুসুমপুর গ্রাম। বটের ঝুরি তে দোল খেতে খেতে তোর আমার ছোট্ট সংসার। বটের কোটরে জমা রাখা তোর আমার কথা। কেনো চলে গেলি?? মনে পড়ে সেই জেলেপাড়ার তাল গাছের সারি?? পিছনে কুন্ডু দের খিড়কির পুকুর আর তাতে পানকৌড়ির ডুব। তোর কোঁচড় ভর্তি কালো জাম আর বিকেলের টাটকা বাতাসের আরাম। একটু ভরসা করতে পারলি না? তুই তো বলতিস আমি যেনো সেই আরাবল্লি যে তোর আমার প্রেমের সাগরে মরুভূমির আগমন প্রতিরোধ করে চলেছে। ভুসুন্ডির মাঠে আজও ছেলেরা খেলে বেড়ায়। কিন্তু তোকে দেখে হোঁচট খেয়ে পড়া আমি টাই তো হারিয়ে গেছে মাঠ থেকে।
তুই কি আরেকবার এসে দাঁড়াতে পারবি না তোর এই বিশ্রীকান্ত( এ নাম তো তোরই দেওয়া) এর কাছে?? যখন আবার পুরনো মন্দিরে বসবে বকের সারি। যখন বিকেলের হাওয়ার সোঁদা গন্ধ আছন্ন করবে চারপাশ। আর মন্দিরের ঘণ্টাধ্বনি জানান দেবে মোদের ভালোবাসার।
ইতি,
শুধু তোর বিশ্রীকান্ত।