পথচলা কথাকলি ঘোষ।
পথচলা
কথাকলি ঘোষ।
অনেকটা পথ চলে আসা হল
বড্ড রুক্ষ, কঠিন,পাথুরে পথে,
হোঁচট খেতে খেতে,মুখ থুবড়ে পড়ে,
রক্তাক্ত পায়ে_আবার দৌড়, দৌড়।
শুধু চলাই হল,আর কিছুই হল না
কত কি দেখা হল না,জানা হল না,
নানা কিছু শেখা হল না,
ভিকট্রি ল্যাপে ঘোরা হল না।
পথ হয়েছে মসৃণ,মোরাম বিছানো,
চলা এখন ও রয়েছে বাকী,
আহত হৃদয়ে, রক্তাক্ত মনে,
খুড়িয়ে,খুড়িয়ে,ন্ব্যূজ হয়ে,
চলতেই হবে বাকী টুকু
শেষ বিন্দু ছুঁতে।