//কোথাও নেই // চন্দনা রায় চক্রবর্তী।।

//কোথাও নেই //
চন্দনা রায় চক্রবর্তী।।

রোদের চলাচলে অভিমানের সাতডিঙ্গা
বুক জুড়ে আঁধার যাপনের তিস্তাপার,
কান্না আর নদী দুই-ই ভাঙ্গে কুল
চাঁদের গালে দহনের আঁকিবুঁকি
সুখ অসুখে দড়ি টানাটানিও বিস্তর,
তবুও আকাশের হার না-মানা হারে
আক্ষরিক নাম লিখিনি কখনো।
মাঝরাতের অন্ধকার তারা বুনে যায় একা
ঘুমন্ত সময়ের পায়ে পায়ে তখন বুঝি আমি
কোথাও নেই…
কো..থা.. ও যেন আমি নেই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *