কবিতা-জীবন ডায়েরি -স্বপ্না বিশ্বাস
কবিতা- জীবন ডায়েরি
✍-স্বপ্না বিশ্বাস
কিশলয়ে ভরা যে গাছ টা কে দেখেছি সেদিন ,
হঠাৎ বাদামী বর্ণে সেজেছে;
দূর্বল শাখা গুলো উদাসী বাতাসে অবলীলায় পড়ছে খসে।
অস্ফুট স্বরে কি যেন বলছে
মাটিতে জমাট বাঁধা রক্তাক্ত পাতার স্তুপ।
পিছু মুড়তেই চোখের তারায় ভেসে উঠলো
অনাদরে পড়ে থাকা জীর্ণ ডায়েরী টা।
তাতে লেখা আঁকা বাঁকা দুরূহ কত লাইন ,
হিসাব না মেলা ছেড়া-কাঁটা কত অংক,
বন্যার জলে আধো ধুয়া কিছু শব্দমালা,
আধেক ছেড়া কিছু পাতা।
তীর্যক দৃষ্টিতে তাকাতে লাগল যেন ভাজে
ভাজে লুকানো গোলাপের পাপড়ি গুলো।
সহসা ডায়েরিটা প্রশ্ন করলো আমায়,
কেন এমন রঙে সাজালে শুভ্র কাগজের
পাতা গুলো?
ক্ষণিকে বিদীর্ণ হলো যেন হৃদপিণ্ডটা;
ছিটকে পড়ল এক ঝাক দীর্ঘশ্বাস!
দূর আকাশে তাকিয়ে দেখি,
পাতায় আবৃত মূককীট গুলো মেলেছে
পাখনা;
উড়ছে দিক-দিগন্তে মুক্ত ডানা মেলে;
নাই কোন অবকাশ পিছু ফিরে তাকাবার।
শুকনো পাতার কি কাজ আর?
সমুদ্র সৈকতে দাঁড়িয়ে চেয়ে থাকি তরঙ্গের পথে,
ভেসে আসে ঝিনুকের শূন্য খোলস।
তামসাছন্ন অতল গর্ভে হারিয়েছে অনুরাগের উদ্ভাস,
হয়েছে মৃগতৃষ্ণার অবসান লোনা জলে
বুক ভাসিয়ে।
হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে আছে ঝলসানো
আকাঙ্ক্ষা গুলো,
নেই প্রত্যাশা সমুদ্র মন্থনে অমৃত লাভের,
কল্পতরু কি ফল দেবে আর শুকনো ডালে?