হিজিবিজি_৩ কবি রথীন ঘোষ
হিজিবিজি_৩
কবি রথীন ঘোষ
“জীবন চলে গেছে কুড়ি কুড়ি বছরের পার”
হিজলের বনে ঠাঁই নেই আর আমার।
হোঁচট খেতে খেতে ভুলভুলাইয়া ফাঁদ,
ধরেছি মুঠোয় পিছল পিছল চাঁদ।
তবু বেঁচে আছি, ভালোবাসায়, কবিতায়,
বেঁচে আছি তোমারই আশ্লেষে,
প্রেমই একমাত্র ধর্ম,এই অকারণ প্রতীক্ষায়।
যাক গে, এবার হোক বিসম উত্তরণ,
এসো কিন্তূ, রইল তোমার মধুর আমন্ত্রণ।
হিজিবিজি__৫
নীল জোছনায়,
বয়ে যায় বুড়িগঙ্গার ঢেউ,
পারে বসে একলা খুঁজতে খুঁজতে,
বেদনায় নীল শৈশব।
মায়াবী আলোয় আলোকিত
নাগরিক প্রেম। সুগন্ধি রুমাল,
হারায়েছ নীল খাম।
লড়াই। স্লোগান।রক্ত।ঘাম
অবশেষে সমঝোতায় অলীক বিশ্রাম।
এখন আশ্রয় খোঁজা নীল নির্জনে।
ঋদ্ধ হয়েছে সময়,
মহানগরীর বুকে সন্ধ্যা নামে।
কবি রথীন ঘোষ