#একটি নদীর মৃত্যু# #কলমে- কণিকা শর্মা
#একটি নদীর মৃত্যু#
#কলমে- কণিকা শর্মা
যেদিন প্রথম দেখা হলো
আমার সাথে তোমার
তুমি বললে আমি তোমার নদী
জল থৈ থৈ বুক,
যেখানে তুমি ফুলতে দেখেছিলে
একশত শাপলা ফুল,
ফুলে ফুলে গুনগুন করেছিল
একঝাক কালো ভ্রমর,
মাঝখানে দেখেছিলে একটি
সাদা লম্বা ঠোঁটের বকপাখি।
তুমি বলেছিলে আমি তোমার নদী
আমার শীতল জলে
তুমি মুখ দেখেছিলে,
জল ছুঁয়ে মুগ্ধ হয়ে
বলেছিলে তুমি সাঁতার জান-
দক্ষ সাঁতারু তুমি,
সাঁতরে তুমি আমার গর্ভে
খুঁজবে মনি মুক্তো রত্ন সম্ভার।
তুমি বলেছিলে আমি তোমার নদী
আমার জলের গতিতে
তোমার আত্মা বয়ে যাবে
পাহাড়, পর্বত, খাল
সব পেরিয়ে শেষ প্রান্তে
যেখানে আমার মাতৃগর্ভ।
তুমি বলেছিলে আমি নদী
আমার বালুচরে তুমি
ভাতঘুমের সোনালী স্বপ্নে,
দেখেছিলে জোনাকীর আগুনে
আত্মহননের নির্দয় দুৰ্ঘটনা
তোমার আক্রোশের তীব্রতার।
নদীর বুক শুকিয়ে যেতে দেখে
তোমার যন্ত্রনা শুকিয়ে
ক্ষোভের উন্মাদ বন্যা হয়ে
আমায় ছিন্ন ভিন্ন করতে
হিমালয়ের জলধারা নামিয়ে আনলে
আমি নাম হারালাম।
তুমি নদী মুছে দিলে
মানচিত্রের আনাচে কানাচে
আজ ধু ধু মরুভূমি
আর নামহীনা মরা সুতি
আর শুকনো ঝরা পাতা
আমি বললাম-
তুমি মাকড়সা হয়ে আমায় খেলে(?)
তুমি হো হো করে অট্টহাসি দিয়ে
বললে–
একটি নদীর মৃত্যুর যন্ত্রণার
কোনো শব্দ হবে না।
তাই মাকড়সার সন্তানদের
মৃত্যু নেই।
একটি নদীর মৃত্যুতে
সত্যি কাঁদবে না কেউ।