রক্তের ভেতর… অভিনন্দন মাইতি✍
রক্তের ভেতর…
অভিনন্দন মাইতি
——————————–✍
রক্তের ভেতর হাঁটছে বজ্র মুঠি ।
ঘুমের ভেতর জাগছে লৌহ মুঠি ।
পিচগলা রোদে এগিয়ে চলেছে মিছিল।
শিরায় জ্বলন্ত লাভা!
র্যাফ-পুলিশ।জল-কামান,ছররা,মর্টার-শেল।
না।জলে ভেজানো মুড়ির মতো মিইয়ে গেল না মহামিছিল।
ছত্রখানের বদলে আরও সংঘবদ্ধ মিছিল।
রক্ত দেখে চেগে উঠল রক্ত!
মুহুর্মহু ভূকম্পন!
ক্ষিরোদ সাগরে ভাঙল যোগনিদ্রা!
রক্তের ভেতর হাঁটছে বজ্র মুঠি।
ঘুমের ভেতর জাগছে লৌহ মুঠি।
অন্ধকারের কালা জাদু ছিঁড়ে
রণপায়ে গুয়েভারা,হো-চি-মিন,লেনিন
রক্তে রক্তে ঝনাৎকার দ্রোহ…
@@@@@@@@@
অভিনন্দন মাইতি