#এক_পশলা_বৃষ্টি মৌসুমী লাহিড়ী

#এক_পশলা_বৃষ্টি
মৌসুমী লাহিড়ী

আমি বর্ষার আকাশ থেকে
এক টুকরো মেঘ পাঠাবো
তুমি এক পশলা বৃষ্টি দিও।

আমি মেঘমল্লার রাগের
স্থায়ী ও অন্তরা পাঠাবো
তুমি সঞ্চারী শুনিয়ে দিও।

আমি বর্ষায় বাগান থেকে
দোপাটির কুঁড়ি পাঠাবো
তুমি রঙবেরঙের ফুল দিও।

আমি ঘন বাদল দিনে
রবি ঠাকুরের কবিতা পাঠাবো
তুমি আবৃত্তি করে শুনিও।

আমি বর্ষার জলস্রোতে
কাগজের নৌকা পাঠাবো
তুমি বৃষ্টির জলে ভাসিয়ে দিও।

আমি মুষলধারে বৃষ্টিতে
গোলাম আলীর গজল পাঠাবো
তুমি কণ্ঠে তুলে নিও।ন

আমি রিমঝিম বৃষ্টিতে ভিজে
তোমাকে উড়ন্ত চুম্বন পাঠাবো
তুমি একটু ভালোবাসা দিও।

ফোন নম্বর ৯৪৩৩৭৪০৬১২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *