বৃষ্টিস্নাত ———– টিঙ্কু মুখার্জী
বৃষ্টিস্নাত
———–
টিঙ্কু মুখার্জী
—————-
কেন্দ্রবিন্দু থেকে উৎপন্ন হওয়া অভিমানগুলো
ক্রমশঃ ভেসে যায় নিকাশী নালার মাধ্যমে।
ভাসতে ভাসতে পরিবর্তিত হয় গতিপথ,
পরিবর্তিত মতামত….!
পথে মাথা উঁচু করে আলোকবর্ষের সাক্ষী বহন করে
কিছু সুখের মাইলস্টোন।
বহু বছর ধরে জমতে থাকা ধুলোয় তারা অদৃশ্যপ্রায়,
হঠাৎ বৃষ্টির সোঁদা গন্ধে যখন হামলে পড়া উচ্ছ্বাস
অভিমান স্তব্ধচোখে দ্যাখে কতটা উপেক্ষার পথ এসেছে পেরিয়ে
পরবর্তী অবকাশ কয়েকশো ক্রোশ দূরে
মুহূর্তের আগে পৌঁছাতে হবে গন্তব্যে…
মুষলধারায় বর্ধিত গতিবেগ
ধুয়ে যায় বিভাজন রেখা
দুইটি ধারা একত্রে তখন খরস্রোতা।
মিলিয়ে যায় নিমেষে সমস্ত মাইলস্টোনের চিহ্ন
তারা বোঝে, বৃষ্টিটা উপলক্ষ্য মাত্র
ভেজাটাই যে নির্ণীত সত্য