#ক্ষণকাল #সিদ্ধার্থ বসু

#ক্ষণকাল
#সিদ্ধার্থ বসু

ইতস্তত ক্ষনকাল থমকে থাকে ঝুল বারান্দায়,
মনের আয়না জুড়ে উদ্বেগের কোলাজ
যখন মনের নাগাল পায়না হৃদয়ের গভীরতা,
কেজোদের বোবা চাউনিতে হারায় শহুরে কতকথা….

শূন্যতা অপ্রাপ্তিবোধে শব্দ খুঁজে পায় কলমের আঁচড়ে,
মেঘের বিষাদ ঝরেছিলো অর্গাজম লুপ্ত শরীরে,
নিঃসঙ্গতাকে আগলে রাখি বাউন্ডুলের বেশে,
তোমার স্মৃতির গন্ধ মেশানো পথে ভালোবাসার অশ্মীভূত নথি,
রক্তগোলাপ দোপাটি আর ধূসর সেই পাখির ডানায় প্রাণের গতি,
রুপকথার ডাকহরকরা পৌঁছে দেবে সেই সুদৃশ্য নীল রঙা চিঠি,
নাভিমূল স্বরে বার্তা যাবে অনন্তের ঠিকানায়,
রডড্রেনড্রন ঝরবে মোদের আঙ্গিনায়,
আবারও চোখে চোখ রেখে
ঠোঁট মেলাবো বাকি ছয় জন্মের ত্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *