ইষ্টদেব —- মধুমিতা রায়
ইষ্টদেব
মধুমিতা রায়
তোমায় আমি দেখি না যে আছো তুমি অনেক দূরে ,
এদিক ওদিক খুঁজি তোমায়,খুঁজি বাঁশির সুরে,
জল ছল ছল নদীর বুকে,
আছো তুমি অনেক সুখে,
ঘন বনের মাঝে আছো, আছো মেঘের দেশে,
আছো যেথায় মাঠের পড়ে আকাশ এসে মেশে|
আছো তুমি চাঁদের আলোয় মস্ত দীঘির জলে,
আছো তুমি সবুজ পাতায় রঙীন ফুলে ফলে|
তোমায় খুঁজি পাখির গানে ,
ভৈরবীর ওই মধুর তানে,
শিশির ভেজা ঘাসে আছো, আছো ভোরের আলোয় ,
শীতের ধূসর সন্ধ্যা বেলায় আছো সাদায় কালোয় |
আজ যে তোমায় দেখতে আমার বড়ই জাগে সাধ,
একটি বার আসবে নাকি? ধরবে আমার হাত?
তোমার স্পর্শে মধুর সুরে,
বাজবে বাঁশি অচিন পুরে,
সেই স্বপ্নেই বিভোর হয়ে কাটবে আমার দিন,
তোমার বুকে পরম সুখে হই যেন বিলীন |
মধুমিতা রায়