আরোহণ —– দক্ষিণারঞ্জন রায়
আরোহণ
দক্ষিণারঞ্জন রায়
যেমন তেমন ক’রে
সিঁড়ি দিয়ে উঠলেই আরোহণ নয় যা দেখছো বড় জোর উত্থান। কতো সাধ্যসধনায় মানুষ ওপরে ওঠে!!
সীমাহীন তাচ্ছিল্য, পিছুটান, নগ্ন প্রতিরোধ, বিস্তর শ্রম, স্বেদ বিন্দু, ক্লান্তি, সুষুম্নায় তীব্র প্রদাহ -সবকিছু তুচ্ছ ক’রে শীর্ষবিন্দুতে পা রাখার দুর্মর টান।
অনেকরই সহসা উত্থান দেখি
এদিক- সেদিক
আরোহণ বিরলতম
উত্থানে মানুষ পার হয় দূরত্ব
আরোহণে পেরিয়ে যায় নিজেকে।