সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।
সম্পাদকীয়
গাছের ছায়ায় বহুদিন কাটিয়েছি
গাঢ় অন্ধকার হলে অসতর্ক অসহায়
এমন একটি কোনো প্রতিনিধি বৃক্ষ চাই
যাঁর কাছে সব কৃতজ্ঞতা সমীপেষু করা যায়।
আজ সোজা কাজের কথায় চলে যাচ্ছি, যাচ্ছি মানে, পরিস্থিতি নিয়ে যাচ্ছে। দীর্ঘদিন Dinajpur Daily বিনোদন নিয়ে তোমাদের সাথে সগৌরবে কাজ চালিয়ে যাচ্ছি। তোমরা সবাই সাহিত্যের অট্টালিকায় প্রতিষ্ঠিত কলম। জন্মলগ্ন থেকে জয়যাত্রা তোমাদের হাত ধরে। বুকেতে গজিয়ে ওঠা তৃণ যত্নে লালন করার দায় যেন আমাদের সকলের। এসব গল্প কথা নয়, নিবিড় অনুভব।যেন গভীর ঘুম ছুঁয়ে ক্রমশঃ ঘনিয়ে আসা রাত।
http://www.dinajpurdaily.com/category/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%a8/
আজ প্রথম সম্পাদকীয় কলমে একটি লিঙ্ক দিলাম , এই লিঙ্কে ক্লিক করে তোমরা চলে যেতে পারবে Dinajpur Daily webpage link এ। এবার থেকে নিজেরা সবাই লিঙ্কে ক্লিক করে যার যার লেখা শেয়ার করে নেবে। এই লিঙ্কে তোমাদের আগের লেখা সব গচ্ছিত আছে এবং থাকবে। আমি যেমন প্রত্যেককে WhatsApp এ ব্যক্তিগত ভাবে জানিয়ে দিয়ে এসেছি এতোদিন, এখনো দেবো।
এবার আসল ঘটনায় আসি, এতোদিন আমি লিঙ্ক শেয়ার করতাম আমার ফেসবুক ওয়ালে, আবার তুলেও নিতাম তোমাদের সবার শেয়ার হওয়ার পর। এবার দ্যাখো, যেখান থেকে তোমারা লিঙ্ক শেয়ার করলে সেটাই যদি না থাকে তোমাদের টা স্বাভাবিকভাবেই ফাঁকা দেখাবে।
সুতরাং, এই সংখ্যা থেকে উপরে যে লিঙ্ক দিলাম সেখান থেকে সোজা গিয়ে নিজেদের মতো শেয়ার করে নিও।
ভালোবাসা মানে, অ-দিগন্ত প্রান্তর ও টুকরো ছাড়ানো কোনো কস্তুরী ঘ্রাণ… তোমাদের দিলাম।
সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।