আমার ময়ূরপঙ্খী তরী এনেছি কূলায় এবার কে যাবি আয় আয় রে –- কে যাবি আয় আয় রে — -–——–খটাস
আমার ময়ূরপঙ্খী তরী এনেছি কূলায় এবার
কে যাবি আয় আয় রে –-
কে যাবি আয় আয় রে —
-–——–খটাস
কি হল মাসিমা!!–
কেন কি আবার হল ?
আপনার ঘরে গান টা বাজছিল আর আমি সেই টা শুনে উদ্দাত্ত্ব কণ্ঠে গান ধরে ছিলাম আর আপনার সহ্য হল না —-টুক করে বন্ধ দিলেন ?খুব হিংসুটে আপনি !!
কি কি বললি সোমা -–-আমি হিংসুটে ?
সেই সকাল থেকে দেখছি বরটারে কাজ করিয়ে করিয়ে মেরে ফেলছিস ।বলি ঐসব বন্ধ করে ভালো করে রান্না কর —-সংসারের কাজ কর ।
কি ?আমি বরকে কাজ করাচ্ছি?
হ্যা করাচ্ছিস তো —কি এক কোমরে ব্যথা ধরেছে আর বরকে বলছিস এটা করোনা ,ওটা কেন করছ ?
বল বলছিলি না ?
ওহো মাসিমা এটা আপনি সোজা কে উল্টো করে ধরলেন?
আমি তো কাজ করতে বারণ করছিলাম ।আমিই করে নিচ্ছিলাম –সেই এসে কাজ করতে শুরু করল ।
নে নে হয়েছে হয়েছে —
কি হয়েছে বৌদি ?
দেখোনা অর্ণব তোমাদের ঘরে গান বাজছিল সেই শুনে আমি ও একটু গাইছিলাম –মাসিমা বন্ধ করে দিল ।
ইস্ আমার আনন্দটা মাটি করে দিল –যেন মুখের গ্ৰাস কেড়ে নিল ।
কি গান বৌদি —
ঐযে ময়ূরপঙ্খী তরী এনেছে কূলায় আবার
কে যাবি আয় আয় রে —।
সেরেছে বৌদি এমন গান ধরলে মা তো রাগ করবেই তুমি তো সবাই কে তোমার কূলায় তুলতে চাইছো —দেখেছো বাবাও এসে হাজির ।
কি হয়েছে বৌমা —
মেসোমশাই —আমার বর আমাকে কাজ করে দিচ্ছে একটু মাসিমার সহ্য হচ্ছে না ।
সেকি !!তোমার মাসিমার ও তো কত কাজ করে দিইই —
বিছানা করে দিই –গুছিয়ে দিই —আর হ্যা রান্না করে খেয়ে ও অফিস গেছি —তোমার মাসিমা পূজো করতে ব্যস্ত থাকতো তাই ।
এই যে এসব কি বলা হচ্ছে হ্যা –আমাকে কাজ করে দিতে ?
হ্যা দিতাম –তাতে কি হয়েছে ।
ও আর আমি তোমার লুঙ্গি ধূয়ে দিতাম না ?
হ্যা দিতে তো —আমি ও তোমার শাড়ি সায়া ধূয়ে দিতাম ।
ইস্ সবকিছু বলে ফেলছে –আমার মান ইজ্জত আর কিছু রাখল না ।
হিপ হিপ হুররে বৌদি চালিয়ে যাও —
ও অর্ণব দারুণ দারুণ –তুমি ও বিয়ের পর বৌকে সাহায্য করতে পারবে—মাসিমা তোমাকে আর তোমার বৌকে কিছুই বলতে পারবে না।
এই অরু শোন —তুই কার দিকে ?
বৌদির দিকে নাকি আমার দিকে সেটা আগে ঠিক কর ।
ডবল গেম খেলবিনা । দলবদলুদের কেউ বিশ্বাস করে না ।
বৌদির দিকে থাকলে আমার সম্পত্ত্বি আর টাকা পয়সা কিছুই পাবিনা।ভেবে দেখ —-
মা —আমি তোমার দিকে —ঐদিকে শুধু চেয়ে চেয়ে দেখি যাতে ভেতরের খবর জানতে পারি আর তোমাকে সব জানাতে পারি ।যাকিছু করবার সব তোমার জন্যই করব ।
এই সোমা শোন তুই রাজ্যপাল —শুধু আমার পেছনে লেগে বেড়াস –কখন কি করি দেখে বেড়াস —শোন তোর কাজ তোর সংসারের ঠিক মত দেখভাল করা ।আমাকে দেখা তোর এক্তিয়ারের মধ্যে পরেনা ।
হুম মাসিমা আমি রাজ্যপাল ঠিকই ধরেছেন ।আর আপনি মুখ্যমন্ত্রী কথায় কথায় কেস দিয়ে বসেন ।
ও যাইইইইইই ––
কিহল ?
ঐ যে আইনসভা থেকে বিল এসেছে —সেই বিলে চোখ কান বুজে সই করব ।।।😊😊😊