উদগ্র বাসনা —– মৌসুমী মিত্র——
উদগ্র বাসনা
—– মৌসুমী মিত্র——
যতবার তুমি পরাজিত হও
ততবার আক্রোশে পদাঘাতে বিদীর্ণ করে বক্ষ,
আঁচড়ে কামড়ে বীর্যপাতে জাগাও তোমার মহিমা।
সৃষ্টির উল্লাসে তা থৈ নৃত্যে মেদিনী দিগম্বর ।।
আমার মরণে তোমাদের ঝাড়বাতি সুখ ।
ক্ষমা করো ,
পারলাম না দিতে সেই উপহার।
আমার হেরে যাওয়া —-
তোমাদের পদলেহনের উদগ্র বাসনা পোষন।
ক্ষমা করো ;
পারলাম না দিতে পদ চুম্বনের আশ্বাস ।
আমার দুরন্ত জয় যেদিন ছিনিয়ে নিল ঔদ্ধত্যের রাজমুকুট,
সেইদিন তোমার ভীত রক্ত চক্ষু আমার ঠোঁটে এঁকে দিলো শেষ বিজয়ের হাসি ;
আমার চিকন কালো কেশ পাশ ভবিতব্য তোমার ,
লেখা হল ইতিহাস ——নাগপাশ হয়ে জড়ালো তোমার হাত ;
ভূলুণ্ঠিত হলো তোমার স্ব আরোপিত মহিমা ;
সেইদিন সেইক্ষণে শ্মশানে জেগেছে শ্যামা ।।