…..স্বাদ….. ✍🏻 দেবীকা সেনগুপ্ত 🙏🏻🙏🏻
…..স্বাদ…..
✍🏻 দেবীকা সেনগুপ্ত 🙏🏻🙏🏻
সবুজ-সবুজ-সবুজ,
সবুজ চায় এ মন।
জঙ্গল হারিয়েছে, দঙ্গলে।
বাগান সাজালাম, ফুলে।
পরিবর্তনের হাওয়ায়,
জমি পাওয়া হল, দায়।
“টব” এল, বাগানের বদলে,
দুধের স্বাদ, মিটল ঘোলে।
কত পাখি, উঠতো ডাকি,
ভোরের নরম আলোয় ।
আজ পরিবর্তনের হাওয়ায়,
যন্ত্র দানব, ঘুম ভাঙায়।
ঘুম ভেঙে,উঠে দেখি ,
নেই আসল, সবই মেকি।।