* জীবনতৃষা * সংহিতা ভট্টাচার্য্য
* জীবনতৃষা *
সংহিতা ভট্টাচার্য্য
“”””””””””””””””””””””””””””””
না। না….
এই অসময়ে আমি যাব না তোমার সাথে।
অনেক স্বপ্ন …
অনেক কাজ…
এখনো মাঝপথে দাঁড়িয়ে!
তিল তিল করে
সময় কুড়িয়ে
চড়াই উতরাই পেরিয়ে
সাজিয়েছি যে ঘর
আজ তা সংগোপনে।
ফুটফুটে দুটো অবুঝ মুখ!
আঁচলের শীতল ছায়ায় ঘুমিয়ে।
বাইরের প্রখর রৌদ্রতাপ
এখনো ছুঁয়ে যেতে পারেনি তাদের।
সারাদিন পথ চেয়ে থাকা
দুটো জীর্ণশীর্ণ শরীর
ভরসার চোখে তাকিয়ে আমাতে।
বহু আশা নিয়ে স্বপ্নে বিভোর যে মানুষটি …
আমি তার হৃদস্পন্দন।
কর্তব্যের পরকাষ্ঠায় আবদ্ধ এ জীবন …
মৃত্যু জন্মের আবশ্যিক পরিণতি তা নয়কো অজানা—
তাই বলে এ অসময়ে?
না! তোমার রুদ্র রোষানলে
দেবো না এই জীবনবোধের আহুতি।
সংহিতা ভট্টাচার্য্য
জুন,২০২১ ইং।
**************************