দায়িত্ব কেন বাধ্যতা ? মাধুরী বিশ্বাস
দায়িত্ব কেন বাধ্যতা ?
মাধুরী বিশ্বাস
নারী সংসারটা কী শুধুই তোমার ?
মেয়েদের কেন এত সংসারের দরকার ?
স্বামী ছাড়া কেন তারা পারিবে না চলতে
মানা আছে ….মন খুলে, মনের কথা বলতে।
প্রতিটি ফুল-বাগানে প্রজাপতির প্রয়োজন
ভার বৃদ্ধির সাথে সাথে কন্যাদানের আয়োজন।
গুরুজনের কথা শোনে স্বপ্ন দেখা আঁখি
ঝেড়ে-মুছে পরিচ্ছন্ন করে, কিছু স্বপ্ন রাখে বাকি।
স্বপ্ন রাখে উড়াল দেবে সঙ্গে পাবে নতুন সাথী
নব নভে উড়া বারোন,বোঝে ডানা কাটা পাখি।
দেহ কে মাটি করে বীজ কে করে অঙ্কুরণ
পরিণত হয় প্রকৃতিতে সৃষ্টি করে নবজীবন ।
মহাবিশ্বের ধূলিকণা কুড়িয়ে, সৃষ্টি করে গৃহ গ্রহ
নিজ হাতে করে সঞ্চালন সঠিক পথে গ্রহ ঘূর্ণন।
গৃহ সূর্যের সন্নিকট গ্রহ হয়ে উপগ্রহ পালন করে
তার মনের দায়িত্ব কার, যে সবাই কে রাখে মনে।
খাঁচার পাখি খাঁচায় বসে শূন্য আকাশ মনে ভরে
অশান্ত মনে সারা জীবন, গৃহ শান্তির যজ্ঞ করে।