ফেরা ✍ মনোজ আচার্য
ফেরা
✍ মনোজ আচার্য
রাজপথ থেকে নেমে গেছে লালমাটির সরু গলি
সেখানে অনেক বাঁক
আনাচে-কানাচে লুকিয়ে আছে নিস্তব্ধতা
তোকে ছুঁতেই পথে নামা আমার
আমি চলেছি তোর শরীর জুড়ে…
হাতের ওপর থেকে তালু
দেখি পাঁচ মাথার মোড়
অনেকটা শ্যামবাজারের মত
ভীষণ ব্যস্ত!
আমি নিস্তব্ধতা খুঁজি তোর আঙ্গুলে
ওরা চঞ্চল বড়!
কেউ যেন হাতিবাগান
কেউ বা এমজি রোড
হঠাৎ মুঠোবন্দী করে নিলি তুই
অন্ধকার নেমে এলো চোখে
দম আটকে আসে আমার
আমি ছটফট করতে থাকি!
ছুটে চলে আসি রাজপথের দিকে
দেখি তোর বিস্তৃত বুকের পাটাতন
ঠিক যেন সবুজে মোড়া ডুয়ার্স
আলপিন দিয়ে আঁচড় কেটে রাখলাম
আমার নামের প্রথম অক্ষর
তোর নতুন পরিব্রাজকের জন্য…