।।। আবেগের উষ্ণতার উন্মাদনায় ।।।। ******** শম্ভু লোধ ********
।।।। আবেগের উষ্ণতার উন্মাদনায় ।।।।
******** শম্ভু লোধ ********
শরীরের বয়স বারে, এটাই সত্য ও স্বাভাবিক
মনের বয়সটা বারতে চায়না, মনটা চির হৃর্দিক
শরীরটা প্রকৃতির নিয়মে চির চঞ্চল, চির অস্থির
ভালবাসার গভীরে মনটা কিন্তু স্থির ও হৃর্দিক..
একটা সময় আসে শরীরের বয়স যখন বারে
মনের বয়স তখন কমে, উচ্ছলতা আসে ফিরে
ফিরে যেতে ইচ্ছা করে পুরনো সেই পূর্ণ যৌবনে
শ্লথ শরীরে বাঁধ ভাঙা উচ্ছলতার ঢেউ আসে মনে..
আবেগর উষ্ণতায় উন্মাদনার স্রোত বেরে যায়
মন আর শরীর তখন মিলেমিশে এক হয়ে যায়
অনাবিল আনন্দ হারানো সুখের তৃপ্তি খুঁজে দেয়
জীবনটাকে আবার নতুন করে ফিরে পাওয়া যায়..
নিজস্ব;
২০.০৬.২০২১