অন্তিম ইচ্ছা ✍️ মনোজ ভৌমিক

বিভাগঃ-পদ্য কবিতা
শিরোনামঃ- অন্তিম ইচ্ছা
✍️ মনোজ ভৌমিক

কবিতা এখন বৃষ্টি ভেজা রোদের সাথে খেলে!
একলা মনে গোপন কথা বিড়বিড়িয়ে বলে!!
কেউ শোনে না হৃদয় কথা মেঘ হেসে যায় উড়ে!
মনের কথা বোঝায় তারে,বড়ই বেহাগ সুরে!!

একটুখানি করবো খেলা মেঘ বৃষ্টি রোদ্দুরে,
শুকনো মনের আঙিনা যে ব্যথায় গিয়েছে ভরে।
শরীর জুড়ে সান্ধ্য সময় করছে জ্বালাতন,
গোধূলি-রঙ লাগছে চোখে তনুমন উচাটন!

স্বপ্ন সবই সত্যিই হতো আসতিস যদি তুই,
ইচ্ছে তো হয় সাঁঝবেলাতে শেষ ছোঁয়া তোরে ছুঁই।

Category: -Poetry Poetry
Title: – Antim Ichha
Manoj Bhowmik

Poetry now plays with the rain wet sun!
I mutter secrets alone !!
No one listens to the heart, the clouds laugh and fly away!
Mind means wire, big behag tune !!

I will play a little in the clouds, rain, sun,
The courtyard of the dry mind is filled with pain.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *