!!সময় এবং অসময়!!!

!!সময় এবং অসময়!!!
আবাহন, ছিন্নতা মুছে মুুহুর্ত যত
শ্যাওলা শুকনো মন
সময় কিনতে ভীষণ ডাকাডাকি-
হঠাৎ হারানো সে কোন আপনজন।
দূরত্ব বেড়েছে আদুরে শব্দ মাখা
অজ্ঞাত প্রেম অবাধ্য হাতছানি-
দরবারী মেঘ আর যায় না দেখা
সময় হারানো সকালের ছাইদানী।
কিছুটা গোপন সকালের রঙ মাখা
শর্ত ভাঙছে ছায়ামাখা ভালোবাসা,
দরদাম অভিমান, ভাঙা দেওয়ালের গায়
শুকনো পাতায় জমে থাকা নিরাসা।
জামার গোপনে আঁকাবাঁকা গিরিপথ
অসময় বাজে হাজার প্রতিশ্রুতি,
মনের মধ্যে গোপন রক্তপাত
সদর দরজায় এ কোন অশ্রুমতি!!
!!! উদ্দীপক গঙ্গোপা