কাঁচের স্বর্গ –মৌসুমী মিত্র —
কাঁচের স্বর্গ
–মৌসুমী মিত্র —
মন আর মুখোশের দ্বন্দ্বে মহাভারত নীরব দর্শক,
মুখোশ ওড়ায় বিজয়কেতন ,মন মৌণ সমাধিমগ্ন ।।
প্রতিটা রক্ত কণায় ,শিরায় শিরায় তোর বেইমানি।
তোর পথ চলা সরিসৃপের গতি ;
ধর্মের নামাবলী গায়ে দুর্নীতি পাঁকের গন্ধ ।
ভেবেছিস কিনে নিবি এই পৃথিবী ;
অঙ্গুলি হেলনে হবে মন্ত্র মুগ্ধ !
মূর্খের স্বর্গে বাসভূমি গড়ে
রচনা করেছিস কাঁচের স্বর্গ ।।
দেরী নেই আর ,,,,,,,,
শিখন্ডি হয়েছে বিদ্রোহী আজ ,,,,,,
ভীষ্ম ছেড়েছে শরশয্যা ,,,,,,
তিক্ষ্ণ বাণ ছুটছে হাওয়ার বেগে
সাঁই সাঁই শব্দ
ধর্মকে করেছে যারা হাতিয়ার ,মন অবরুদ্ধ
ক্ষমা নেই ,ক্ষমা নেই , তাদের
ধ্বংস অনিবার্য ।
পৃথিবী নয় কথার বশ,
পৃথিবী নয় টাকার বশ,
পৃথিবী নয় রূপের বশ,
পৃথিবী কর্মের যজ্ঞভূমি ।।