তুমি মনের গোপন চেনো না…….. দুলাল কাটারী
তুমি মনের গোপন চেনো না…
দুলাল কাটারী
তুমি সেদিন আমার বাইক-এ বসে, আমার কাঁধে হাত রেখে
অন্যের চোখে যখন মায়াবী চোখ রেখে ছিলে,হাতছানি…
সে দিন বুঝেছিলাম প্রেমের ঘরে রাজনীতি প্রবেশ করেছে
আর আমি একটা কমার্শিয়াল প্রেমের বুকে ঘর বাঁধার মিথ্যা স্বপ্ন দেখছি।
তারপর…
মাইন্ড গেম খেলতে খেলতে আমি হেরে যাই একদিন।
আমি সাহারার বুকে দাঁড়িয়ে যখন একবিন্দু জলের জন্য চিৎকার করছি,
ঢাকুরিয়া লেকের গোপন ঝোপে,
আমার আগের বন্ধু কিন্তু এখনকার শত্রুর গোপনাঙ্গে তোমার আদর…
শীৎকারে আমার ঘুম ছুটে যায় সারা জীবনের মতো!
অথচ
একদিন ব্যভিচারিণী তুমি ‘কত ভালোবাসি তোমাকে জানো!’ বলে মিথ্যা আত্ম অহংকার উগরে দিয়ে ছিলে…
আজ
তোমার ফ্যাসীবাদী অত্যাচারী ভালোবাসার আগুনে আমার জীবন ছারখার হতে হতে শুধুই ছাই আর ছাই…
একবুক স্মৃতির বিষ শিরাতে উপশিরাতে বইছে আমার।
তুমি কামসূত্রের বিভিন্ন পোজ খুঁজছো রাত্রি থেকে ভোরে।
একদিন নিজের সুখের জন্য আমার দিকে বাড়িয়ে দিয়েছিলে মদের গ্লাস।
মায়াভরা হাসির আড়ালে লুকিয়ে রাখা বিষাক্ত মনটার বিষে বিষিয়ে তুলে ছিলে আমার শরীর আর মন।
পাঁচ মাস পর…
একদিন স্বামী-সংসারের দুর্বিষহ অশান্তি ছেড়ে ফিরে এসে তোমার গর্ভের সন্তান আমার বলে দবি করলে…
কিন্তু যখন তোমাকে আমার মনের গোপন স্থানে লুকিয়ে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম,
তখন তুমি আমাকে…
আসলে, তুমি মনের গোপন চেনো না।