ঋতুপর্ণ তুমি @নীল।
![](https://www.dinajpurdaily.com/wp-content/uploads/2021/06/download-39.jpg)
ঋতুপর্ণ তুমি
@নীল।
‘#হীরের_আংটি ‘পরিয়ে
নিয়েছিলে টেনে ‘অন্তর মহল ‘এ
‘উনিশে এপ্রিল ‘এর এক ‘দহন ‘বেলায়!
‘তিতলি’ তোমার মেতে ছিলো
মন হারানোর সর্বনাশের ‘খেলা’য় !
ভুলতে কি পারি ‘উৎসব ‘ময় ‘সেইসব
‘মেমরিস ইন মার্চ’ এর কথা !
‘রেন কোট’ ফেলে রেখে যেদিন
ভিজে ছিলাম তোমাতে আমাতে ,
লেখা হয়েছিল
আর ‘একটি প্রেমের গল্প’,
হয়েছিল আমাদের ভালোবাসার
‘শুভ মহরৎ’!
জানি আজ ‘সব চরিত্র কাল্পনিক’!
ভালোবাসার ‘নৌকাডুবি’
ঘটিয়েছ তুমি !
জানিনা কখন ,কেমন করে
তোমার প্রাণের ‘দোসর’
হয়ে গেলো ‘চোখের বালি ‘!
তবু মনে রেখো,
তোমার ‘চিত্রাঙ্গদা’ মরেনি ,
চিত্রাঙ্গদারা মরে না কোনদিন!
ভালোবাসার যে ‘অসুখ’ তুমি
দিয়ে গেছ মনে
রয়ে যাবে ‘আবহমান’ কাল
হৃদয়েরই কোণে!
@নীল।