ওরা বানভাসি —- স্বপ্না সাহা

ওরা বানভাসি
স্বপ্না সাহা
রাশি রাশি জলস্তম্ভের আঘাতে
লুটিয়ে পড়ে গ্ৰামের পর গ্ৰাম,
প্রকৃতির খামখেয়ালিপনায় দিতে হয়
ওদের আকাশছোঁয়া দাম।
পাজর ছোঁয়া স্বপ্নগুলো
হাহাকারের খাতায় নাম লেখায়।
নষ্ট খাতায় নাম লিখিয়ে শস্যের দল
হারিয়ে যায় গভীর জলের স্তব্ধতায়।
গলা জলে দাড়িয়ে বসতবাড়ি দেখে নেয়
শেষবারের মতো প্রিয় মানুষদের।
একটু একটু করে স্বপ্নে সাজানো আশ্রয়
ভেসে যায় কাগজের নৌকার মতো।
আবর্জনার মত ভেসে যাওয়া
পোষ্যদের ওরা ছুঁতেও পারে না।
ওরা কেবল দেখে, কাঁদে, হাহাকার করে।
প্রকৃতির রুদ্ররূপের কাছে মানুষের কান্না
যেন ঘুরে মরে ঘূর্ণাবর্তের মতো ।
ভেজাজলে পুস্তকগুলো কুড়িয়ে নেয়
হাজার হাজার আগামী ভবিষ্যৎ।
ফ্রেমবন্দী অসহায় কান্নাভেজা মুখ
দেখে আমরা যখন হাহুতাশে বিদ্ধ,
ওরা তখন ত্রাণের আশায়
আকাশ পানে থাকে নিবদ্ধ।
ওরা বানভাসি-
ওরা জানে না চিত্রটা বদলাবে
নাকী বছর ঘুরতেই ওরা
আবার হবে বানভাসি।।