সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।
সম্পাদকীয়
চাইলেই সব সময় ফেরা যায় না… প্রতিটি ফেরার জন্য নির্দ্দিষ্ট সময় থাকে। আজ সে-ই সময় দলবেঁধে দিনাজপুর ডেইলি বিনোদন বিভাগে ফিরে আসার দিন।
একটা মজার কথা বলি, গত সপ্তাহের সম্পাদকীয় কলম… ( 27 th May ) পড়ে অনেকেই বলেছে পোস্ট হিসেবে ফেসবুকে পোস্ট দিতে। আর একটা সুখের কথা বলি, সম্পাদকীয় কলম নিয়ে নাকি বই প্রকাশ করে দেবে ! হোক বা না হোক, করুক বা না করুক এই ভাবনাটাই আমার কাছে পরম প্রাপ্তি।
সফলতা এমনই এক বস্তু যা অভাবনীয় আনন্দ এনে দেয় এবং প্রতিদিনের কাজে এক অকল্পনীয় আনন্দ দেয়। পরম সুখে আবৃত এক খোলা জানালার মতো।
সফলতার মানে কি শুধুই আর্থিক পরিপূর্ণতা ? না, একেবারেই না।
বিস্তারিত আলোচনা আগামীতে করবো।
গত সপ্তাহের সম্পাদকীয় কলম তুলে দিতে বলেছিল সবাই। আমি তুলে দিলাম না, পড়ে নাওয়ার অনুরোধ রাখলাম তোমাদেরই আগ্রহে। ফেসবুকে পাবে এবং ব্লগেও পেয়ে যাবে।
কৃতজ্ঞতা স্বীকার করে আজ এই পর্যন্ত। ভালো থাকো, সবাইকে ভালো রেখো, ভালোবাসায় রেখো। ভালোবাসাহীন দরিদ্র জীবন মৃত্যুসম।
সম্পাদকীয় কলমে গীতশ্রী সিনহা।