কবিতা: ” পূর্ণতা ” শিখা বিশ্বাস
কবিতা: ” পূর্ণতা “
শিখা বিশ্বাস
……………………..
আমার স্বপ্নভাঙা দু’চোখ যখন অলসতায় নুইয়ে পড়েছে,
বড় দিশাহারা! ক্লান্ত! পীড়িত আমি!
তখন তুমি শিয়রে এসে, মাথায় হাত বুলিয়ে বললে,
তোমার ক্লান্ত দুচোখের পাতায় আমি ছড়িয়ে দিতে চাই মুঠো মুঠো আলো!
আঁধারের মাঝে তো কেবল শূন্যতা খুঁজে পাবে।
তুমি বলেছিলে, যদি আমি তোমাকে এক পৃথিবী ভালোবাসতে পারি, তবেই তুমি জেগে উঠবে!
স্বপ্ন বুনবে এক পৃথিবী!
চলো আজ হাতে হাত রেখে দিই ছুট……
আমিই হবো তোমার একাকী পথের সহযাত্রী।
পথের বাঁকে বাঁকে যদি হাজার বিপদ লুকিয়ে থাকে, তবে আমার বুকে নিরাপদ আশ্রয়টুকু খুঁজে নিও।
আঁকাবাঁকা পথ হাঁটতে গিয়ে, হোঁচট খেয়ে যদি মুখ থুবড়ে পড়ো;
যদি অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকো!
আমি সোহাগে সোহাগে ভরিয়ে তুলবো তোমার ক্ষতস্থান।
তুমি বিনোদন চাইলে, রঙ তুলি ভরা ক্যানভাস তুলে ধরবো তোমার সামনে, তুমি ইচ্ছেমতো এঁকো!
খোলা আকাশের নীচে বসবো দুজন।
ঐ যে দূরে মেঘের ভেলা,
একটু না হয় ভাসবো দুজন;
মাঝে মাঝে বৃষ্টিরূপে ও ঝরতে পারি!
সবুজ ঘাসের উপর চুপটি করে বোসো আমার বুকে মাথা রেখে।
তোমার আমার প্রেমের মাঝে, শীতল হাওয়া খেলে যাবে দুলে দুলে!
আমি পাহাড় হলে, তুমি ঝর্ণা হয়ে বয়ে যেও আমার বুকে!
তুমি সাজতে চাইলে, আমি তোমায় সাজিয়ে নেবো নিজের মত!
তোমার হলুদ শাড়িটা আমার হাতে তুলে দিও নিভৃতে।
তোমার এলোচুলে গুঁজে দেব লাল গোলাপ!
সুগন্ধি চাইলে বিকিয়ে দেবো বেল, জুঁই, রজনীগন্ধা,কামিনী র সুবাস!
রঙ চাইলে, নিয়ে যাব শিমুল পলাশের বনে!
যদি তোমার মনের ঘরে দু এক পশলা বৃষ্টি নামে, আমি রামধনু রঙ ছড়িয়ে দেবো!
তুমি যা চাইবে, আমি বিলিয়ে যাব অকৃপণ ভাবে।
আমি শুধু তোমার কাব্যে প্রেমিক হতে চাই!
আমি অস্ফুটে হেসে বললাম, আমি তো তোমাকেই খুঁজে চলেছিলাম অহর্নিশ ……
তুমি বিনা আমার কাব্য পূর্ণতা পাবে কি করে ………..