প্রেমের কাঁটাতার পেরিয়ে — দুলাল কাটারী
প্রেমের কাঁটাতার পেরিয়ে
দুলাল কাটারী
নিম্ন গলনাঙ্কের মানুষ বলে
সমাজ আমাকে নিয়ে বিদ্রুপ করে।
কিন্তু কোনো দিনও বলে না আমার কি করা উচিৎ,
যখন তোর ফেসবুকের কভার ফোটোতে
তোর বন্ধু- দাদাদের রহস্যময় কমেন্ট দেখে আমার গা জ্বলে।
আবার মেয়েদের জীবনে হেল্প লাইনেরও অভাব হয় না।
এদিকে প্রত্যেকটা অনিদ্রা মস্তিষ্কের ধূসর বস্তু কে ছিন্নভিন্ন করে।
প্রেম যদি নির্লজ্জ্য না হতো তাহলে,
সাড়ে তিন হাতের শরীর ঢাকতে বারো হাতের কাপড় লাগতো না।
প্রেম ও যৌনতা একই গোলার্ধে রেখে ছিলি তুই।
তুই থাকলে হয়তো
চৈত্র সেলে বিক্রি হওয়া শরীর কিনতাম না স্বল্প দামে।
আর পাড়াতুতো কুড়িদের ফুল হওয়াটাও হয়তো চোখে পড়তো না।
তবে হ্যাঁ,
জীবনের অঙ্কে কখনো কখনো বিয়োগ বা ভাগও থাকে।