আমরা_ভয়_পাইনি #কলমে_অসীম_মজুমদার

#বিভাগ_কবিতা
#শিরোনাম_আমরা_ভয়_পাইনি
#কলমে_অসীম_মজুমদার
#তারিখ_০৭_০৫_২০২১

না, আমরা ভয় পাইনি এখনো ….
অনেক কঠিন পরিস্থিতিতে লড়াই করেছি অবিরত,
মেরুদন্ড সোজা রেখে, রুখে দাঁড়িয়েছি ক্রমাগত ….
নত মস্তকে নয়, মস্তক উন্নত করেই এসেছে জয়;
সভ্যতার একবিংশ শতকেও মানুষ অকুতোভয়।

না, আমরা ভয় পাইনি এখনো ….
প্রলয় সর্বদাই আপেক্ষিক, হোক না অতি ভীষণ;
সর্বদা নয় অনন্ত সময়ে ছাপ ফেলে যাওয়া অগ্ৰাসন …
বিশেষ জ্ঞানের জ্ঞানে বলীয়ান, লড়াই হবে না ক্ষীণ;
প্রকৃতির কাছেও বেড়েই চলেছে ক্রম চক্রবৃদ্ধি ঋণ।

না, আমরা ভয় পাইনি এখনো ….
তোমার মা, আমার মা – প্রার্থনারতা পরম ভক্তিতে
তাদের বিশ্বাস দৃঢ় অটুট নিজ নিজ ধর্মীয় শক্তিতে,
আশির্বাদ আর বিশ্বাসের রক্ষাকবচ সন্তানের হিতে;
ব্যর্থ হবে না তাদের প্রার্থনা, এ লড়াই নেবই জিতে।

না, আমরা ভয় পাইনি এখনো ….
ছেড়ে গেছেন বহু প্রিয়জন, সুস্থতায় ফিরেছেন বেশি
ক্রমবর্ধমান জয়ের লড়াইয়ে মুখেতে ফুটেছে হাসি,
অকাল হারানোর দুঃখ অতি ভয়াবহ, তবুও বাঁচতে হবে …
ফিরছেন যারা বিজয় গর্বে, সে অভিজ্ঞতাই পথ দেখাবে।

না, আমরা ভয় পাইনি এখনো ….
লড়ছে প্রতিনিয়ত সমাজ-বন্ধুরা, স্বাস্থ্য সাথীরা অক্লান্ত ….
প্রত্যেকে লড়ছে মানব সেবায়, দৃষ্টিকোণ না হয় ভ্রান্ত;
উৎসাহ বাড়ুক প্রতিনিয়ত তাদের, সম্মানের সেরা বাক্যে
তাদের ঋণ অপরিশোধ্য, শ্রদ্ধার কুর্ণিশ জানাবো প্রত্যক্ষে।

না, আমরা ভয় পাইনি এখনো ….
আপনজনের ভরসায়, ভালোবাসার আশ্রয়ে আছি
বন্ধু-স্বজনের শুভচিন্তায়, খোঁজ খবরে আনন্দে বাঁচি;
হতাশা এলেও পারবেনা ছুঁতে, আশার আলোতে জাগি
শুভাকাঙ্খীদের আন্তরিকতায় হাজারো দুঃখ ত্যাগী।

না, আমরা ভয় পাইনি এখনো ….
হিংসা বিবাদ ভুলে, আমরা একসাথে আরো একবার লড়ি
জাতি, ধর্ম, দলাদলি ভুলে – রোগ-বিরুদ্ধ শক্ত প্রাচীর গড়ি;
হারাতে দেবো না আর একটিও প্রাণ, অসতর্কতার ফলে
বিজয়ী আমরা আবারো হবো, অকৃত্রিম মনুষ্যত্বের বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *